মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ - ১২:১০
নেতানিয়াহু ‘নাইল থেকে ইউফ্রেটিস’ পর্যন্ত ইসরাইল প্রতিষ্ঠার চেষ্টা করছেন

সৌদি আরবের প্রাক্তন গোয়েন্দা প্রধান ও যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ধর্মগ্রন্থে বর্ণিত কথিত “বৃহত্তর ইসরাইল” প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, যা নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত।

হাওজা নিউজ এজেন্সি: সিএনএন আরাবির সঙ্গে ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “নেতানিয়াহু বর্তমানে এমন এক ‘ইসরাইল’-এর ধারণার কথা বলছেন যা সরাসরি ধর্মগ্রন্থ থেকে নেওয়া, এবং তিনি তা প্রকাশ্যেই ঘোষণা করছেন।”

তিনি আরও যোগ করেন, নেতানিয়াহু মানচিত্রে এই দাবিকে উপস্থাপন করেছেন, যেখানে ইসরাইলের সীমানা নাইল নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত প্রসারিত।

সৌদি আরবের এই প্রভাবশালী সাবেক নিরাপত্তা কর্মকর্তা প্রশ্ন রাখেন: “তাহলে তিনি আসলে কোন পথ বেছে নেবেন? পশ্চিমাদের প্রস্তাবিত শান্তির পথ, নাকি ফিলিস্তিন ও মিসরের পাশাপাশি সৌদি আরব, সিরিয়া, লেবানন ও ইরাক দখলের পরিকল্পনা?”

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নেতানিয়াহু স্পষ্টতই অন্য দেশের ভূখণ্ড দখলের এজেন্ডা অনুসরণ করছেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha